sporsonews24.net
পাবনা জেলার পুলিশ সুপার বাংলাদেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন
বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান পাবনার পুলিশ সুপারের।
অনলাইন রিপোর্টঃ জনসাধারণকে করোনা প্রতিরোধে সচেতন করতে পাবনা জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন ঈশ্বরদীর বিভিন্ন সড়কে মাইকিং করেছেন। করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে জনগণকে সচেতন ও লকডাউন যথাযথ ভাবে বাস্তবায়ন করতে আবারও মাঠে নেমেছে পাবনা জেলা পুলিশ।
বুধবার(২১ এপ্রিল) বেলা ১১টা থেকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা মহড়া দিয়েছেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মোটরসাইকেল ও পিকআপ যোগে মহড়ায় অংশ নেন। ঈশ্বরদী থানা থেকে মহড়াটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। তখন সুনির্দিষ্ট কারণ ছাড়া বাহিরে ঘুরে বেড়ানো মানুষকে ঘরে ফেরাতে এবং দোকান-পাট বন্ধ রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘গেল সাতদিন থেকে জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি মানুষকে জোর করে শেখানো সম্ভব নয়। এজন্য সচেতনতা বাড়াতে জেলা পুলিশের সব ইউনিটগুলো কাজ করছে। কোথাও কোথাও মাইকিং করছে। রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই তার মুখে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে।’ এতে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
এ বিষয়ে ফিরোজ কবির জানান, ‘বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার, মুদি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান গুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন জনগন। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে পুলিশ।’