গতকাল জয়পুরহাট সদর থানাধলাহার ইউনিয়নের চকবরকত
তিনমাথা রেন্টি মোড়ে পাকা রাস্তার উপর একটি অটো চার্জার ভ্যানে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।পুলিষ সূত্রে জানা যাই সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।তার বাড়ি পাচ বিবি থানার জয়িপুরহাট জেলার মো: নজির উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী [৫২] ইউনিয়নের বাসিন্দা্ মাদক দ্রব্য আইনে তার নামে মামলা হয়েছে।