পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
আজ জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান , বিপিএম পুলিশ সুপার পাবনা উপস্থিত সকল সার্কেল অফিসার ও পাবনা জেলার ১১ টি থানার অফিসার ইনচার্জদের মাদক বিরোধী অভিযান জোরদার ,অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল,বিট পুলিশিং এর মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে সচেতনতা তৈরী , জুয়া , কিশোর গ্যাং সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রনে নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও ফেরীতে আগত যাত্রীদের নিরাপত্তা, ব্যাংক , বীমা , আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান, ঈদ জামাতের নিরাপত্তা প্রদান, হাইওয়েতে ডাকাতি রোধে টহল জোরদার, গ্রাম এলাকায় গরু চুরি প্রতিরোধে গ্রামবাসীর সমন্বয়ে যৌথ পাহারা, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে তৎপর হওয়ার নির্দেশ প্রদান করেন
উক্ত সভার শুরুতে এপ্রিল,২০২১ খ্রীষ্টাব্দে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তরা হলেন:
শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সুজানগর সার্কেল পাবনা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, আমিনপুর থানা পাবনা।
শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার জনাব মোঃ আমিনুর রহমান, এএসআই (নি.) জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
শ্রেষ্ঠ ডিএসবি অফিসার জনাব মোঃ নুরে আলম সিদ্দিক,জেলা বিশেষ শাখা পাবনা।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব অপান্বিতা বৈরাগী, সার্জেন্ট, ঈশ্বরদী ট্রাফিক পাবনা।
শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী অফিসার জনাব মোঃ জাকির হোসেন, এসআই (নি.), ঈশ্বরদী থানা পাবনা।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জনাব মোঃ আব্দুল হান্নান, এটিএসআই, সদর পুলিশ ফাঁড়ি পাবনা।
শ্রেষ্ঠ কনস্টবল জনাব মোঃ আশিকুর রহমান , কনস্টেবল/১০৭০ পুলিশ অফিস, পাবনা।
এবং এপ্রিল ২০২১ বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন
জনাব মোঃ মমিনুর রহমান খান ,এসআই (নি.)চাটমোহর থানা,পাবনা, চোরাই রুপা উদ্ধারের জন্য।
জনাব বেনু রায়, এসআই (নি.), জেলা গোয়েন্দা শাখা পাবনা, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার।
জনাব মোঃ আতিকুর রহমান, এসআই (নি.) রুপপুর পুলিশ ফাঁড়ি , ঈশ্বরদী পাবনা, রক্ত দিয়ে প্রসূতি মায়ের জীবন রক্ষার জন্য।