অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
গতকাল পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ১১/০৫/২০২১ তারিখ ১৫.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অভিযানে পাবনা সদর থানাধীন কুটিপাড়া এলাকা হতে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী
১। মোঃ জনি @ মাগুর জনি (৩৩), পিতা-আইয়ুব খাঁ, সাং-কুটিপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
২। মোঃ ফারুক (৩৯), পিতা-শামসুদ্দিন, সাং-কুটিপাড়া, থানা-পাবনা সদর থেকে তাদেরকে গ্রেফতার করে।
তাহাদের হেফাজত হইতে
একটি বিদেশী রিভলবার।
২রাউন্ড তাজা গুলি।
একটি ধারালো টিপ চাকু।
এই সংক্রান্তে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত আসামীo ১।মোঃ জনি @ মাগুর জনি এর বিরুদ্ধে হত্যা সহ চারটি মামলা ও ধৃত আসামী ২। মোঃ ফারুক এর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।