পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম এর নির্দেশনায় পাবনা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান।
গত রাত্রি ১০:৩০ ঘটিকার সময় আতাইকুলা থানাধীন দুবলিয়া গ্রামস্থ ফজিলাতুন্নেছা গার্লস স্কুলের গেটের সামনে সুজানগর থেকে পাবনা গামী পাকা রাস্তার উপর দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ০৩ (তিন) আসামিকে গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে ১০০৫(একহাজার পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে
গতকাল ভাঙ্গুরা থানার এসআই মোঃ সোহেল রানা ও এএসআই মোঃ কামরুজ্জামান (১) সহ সঙ্গীয় অফিসার ফোর্স কর্তৃক আসামী ১. মোঃ রইচ প্রামানিক (৪০), পিতা- মৃত লইমুদ্দিন প্রামানিক, স্থায়ী : গ্রাম- শাহানগর, উপজেলা/থানা- ভাঙ্গুরা, পাবনাকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা অবস্থায় জনৈক মোঃ অনিল হোসেন (২৮), পিতা- মৃত চাঁদ আলী এর টিনের ফাঁকা ঘরের মধ্যে হতে গ্রেফতার করেন এবং ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, পলাতক আসামী ২। মোঃ খাইরুল ইসলাম পাখি (৪০), পিতা- অজ্ঞাত, সাং- করকোলা, থানা-চাটমোহর, জেলা-পাবনা এর নিকট হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উদ্ধার- ৪১ (এক চল্লিশ ) পিচ ইয়াবা ট্যাবলেট। আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার মামলা নং-০২, তাং-১২/৫/২০২১ খ্রিঃ, ধারা- ৩৬(১) এর ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা
গতকাল হান্ডিয়াল বল্লবপুর নতুনপাড়া নামকস্থানে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই/মোঃ শাহীন আলী, এএসআই/মোঃ আমিনুল ইসলাম, এএসআই/মোঃ শামীম আহমেদ, এএসআই/মোঃ আমিনুর রহমানগণ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৭), পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম- বেজপাড়া, ২. মোঃ শাহরিয়ার কবির @ শাওন (২৬), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-জাবরকোল, উভয় থানা-চাটমোহর, জেলা-পাবনাদ্বয়কে ০৪ (চর) পিচ ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।