ঈশ্বরদীতে ৩০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঈশ্বরদীতে ৩০০ পিচ ইয়াবাসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) ঈশ্বরদী বিমানবন্দর সড়কের গোকুলনগর রাজু সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী আলমগীর নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত ছগির আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের বিশেষ নির্দেশনায় মাদক নির্মূলের অভিযান হিসেবে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত অভিযানকালে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের পরিধেয় শার্টের বাম বুক পকেট তল্লাশি করে ৩০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরও মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।