মানবতাই সর্বোত্তম ঈশ্বরদী বাঘাইল লালন একাডেমি ও কুলনাশ বাউল সঙ্গ আয়োজনে সঙ্গীত অনুষ্ঠান
মামুনুর রহমান,পাবনা: (ধর মানুষের চরণ দুটি নিত্যবস্তু পাবে খাটি) লালন সাইজির এই তত্ত্বকথাকে প্রতিপাদ্য করে গতকাল ১লা জৈষ্ঠ্য ১৪২৮ বাংলা , ১৫ মে ২০২১ ইং , শনিবার বাঘইল লালন একাডেমি ( কলের খাদ , বটতলা ) মাঠ প্রাঙ্গনে । উদার মানবতার দৃষ্টান্ত , অসম্প্রদায়িক চেতনার ধারক , সাধকগুরু , বাউল শিরােমনি ফকির লালন সাঁই স্বরণে গীতিভক্তি সুধার আয়ােজন করা হয়েছে । গীতিভক্তি সুধা পরিবেশন করেন কুলনাশা বাউলসঙ্গ, পাবনা শাখার রাজীব বাউল বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি শিল্পীবৃন্দ। পাকশী শাখা স্বাগতিক আগতিক সাধক বাউলগণ। আয়োজনে বাঘইল লালন একাডেমি প্রতিষ্ঠাতা প্রয়াত আলিমুদ্দিন বিশ্বাসেরএর স্মরনে তানভীর রহমান রুবেল বিশ্বাস। কুলনাশা বাউলসঙ্গ , পাকশী শাখা ঈশ্বরদী।
মানবতাই সর্বোত্তম ঈশ্বরদী বাঘাইল লালন একাডেমি ও কুলনাশ বাউল সঙ্গ আয়োজনে সঙ্গীত অনুষ্ঠান
মুশফিকুর রহমান মিশন
পাবনা জেলা প্রতিনিধি:
(ধর মানুষের চরণ দুটি নিত্যবস্তু পাবে খাটি) লালন সাইজির এই তত্ত্বকথাকে প্রতিপাদ্য করে গতকাল ১লা জৈষ্ঠ্য ১৪২৮ বাংলা , ১৫ মে ২০২১ ইং , শনিবার বাঘইল লালন একাডেমি ( কলের খাদ , বটতলা ) মাঠ প্রাঙ্গনে । উদার মানবতার দৃষ্টান্ত , অসম্প্রদায়িক চেতনার ধারক , সাধকগুরু , বাউল শিরােমনি ফকির লালন সাঁই স্বরণে গীতিভক্তি সুধার আয়ােজন করা হয়েছে । গীতিভক্তি সুধা পরিবেশন করেন কুলনাশা বাউলসঙ্গ, পাবনা শাখার রাজীব বাউল বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি শিল্পীবৃন্দ। পাকশী শাখা স্বাগতিক আগতিক সাধক বাউলগণ। আয়োজনে বাঘইল লালন একাডেমি প্রতিষ্ঠাতা প্রয়াত আলিমুদ্দিন বিশ্বাসেরএর স্মরনে তানভীর রহমান রুবেল বিশ্বাস। কুলনাশা বাউলসঙ্গ , পাকশী শাখা ঈশ্বরদী।