ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিয়াত আলী নামের এক পাওয়ার ট্রলীর হেলপার নিহত হ
য়েছে। আজ মঙ্গলবার ভোরে আলহাজ্ব মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নিয়াত বাঘা উপজেলার হিজলপল্লী গ্রামের নিয়ামত আলীর ছেলে।
হায়ওয়ে পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে কাঠ বোঝাই পাওয়ার ট্রলী ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রলীর হেলপার নিয়াত আলী কাঠ বোঝাই ট্রলীর নিচে চাপা পড়ে নিহত হয়।
এ দিকে প্রতিদিন অসংখ্য কাঠ বোঝাই অবৈধ পরিবহন ট্রলী লালপুর, বাঘা এলাকা থেকে ঈশ্বরদী শহর হয়ে বিভিন্ন ইট ভাটায় যায়। এই সকল পরিবহনের সড়ক মহাসড়কে চলা চলের অনুমতি না থাকলেও প্রতিনয়ত ওভারলোড করে ঝুকিপূর্ণ ভাবে সড়কে চলাচল করতে দেখা যায়।
অবিলম্বে এই সকল পরিবহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান সড়কে চলাচলকারীরা।