পাবনা জেলা পুলিশের অভিযানে জুয়ারু গ্রেফতার।
গতকাল বেড়া থানার অভিযানে জুয়া খেলার সময় ছয় জন কে তাস,এবং ১৩৭১৫ টাকা সহ আটক করা হয়েছে।
এবং আতাইকুলা থানা অভিযানে জুয়া খেলার সময়০৬(ছয়)জনকে তাস এবং ১৭১৯০ টাকা সহ আটক করা হয়েছে।
তাদের সবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।