মাদক বিরোধী অভিযান। ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার।
গতকাল ১৮ মে ২০২১ রাতে পাকশী পুলিশ ফাড়ী কর্তৃক পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ আসামী ১।মোঃ আলমগীর হোসেন ( ৪৫), পিতা- মৃত – ছগির আহম্মেদ, সাং- পুরাতন ঈশ্বরদী, থানা- লালপুর, জেলা- নাটোরকে ঈশ্বরদীর গোকুলনগরে তাহার পরিধেয় সার্টের বাম বুক পকেট হইতে তল্লাশী করিয়া সর্বমোট ৩০০ (তিন শত পিচ) ইয়াবা (মাদক) সহ উদ্ধার ও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।