মাদক ব্যবসায়ী আটক
আজ সদরালা ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম সঙ্গীয় এএসআই/ মাসুদ ও ফোর্স সহ একটি ০৫ বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্ট তামিল । উক্ত ওয়ারেন্ট তামিল কালে উক্ত আসামি বিকাশ মৈত্র (৩৬) পিতা-মৃত বীরেন মৈত্র ( সাবেক পৌর চেয়ারম্যান) সাং- কালাচাঁদ পাড়া থেকে তাকে আটক করা হয়।
গতকাল ২০/০৫/২০২১ তারিখ রাত্রি ২২:৩০ ঘটিকার সময় আতাইকুলা থানাধীন পুটি গাড়া প্রাইমারি স্কুলের উত্তর পাশে হাইওয়ে মহাসড়কের উপর থেকে এসআই আ: হাই মোতালেব সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে।