অনলাইন রিপোর্ট: পাঠকের ভালোবাসা সিক্ত সাপ্তাহিক ঈশ্বরদী’র জন্মদিন আজ। ঈশ্বরদী অন্যতম শীর্ষ এই জনপ্রিয় পত্রিকা। ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০০২ সাল থেকে পথচলা শুরু হয়েছিলো, পাঠকের ভালোবাসাই পত্রিকাটি এখনো অব্যাহত রয়েছে।
পত্রিকায় গণমানুষের কথা বলে, সমাজ ও দেশের সার্বিক কল্যাণচিন্তার প্রতিফলন ঘটিয়েছে, যে কারণে পেয়েছে মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন; যার ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির সংকটের মধ্যেও রয়েছে সাপ্তাহিক ঈশ্বরদী’র নির্বিঘ্ন পথচলা।
প্রতিবছর বড় উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সাপ্তাহিক ঈশ্বরদী, কিন্তু বর্তমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার সেটা হয়ে ওঠেনি। তাই নিজ অফিসে কেক কেটে পত্রিকার জন্মদিনের অনাড়ম্বন আয়োজন করেন।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আসতেন সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকা অফিসে।
এদিকে সম্পাদক ও প্রকাশক সেলিম সরদারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস ।