ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১- আহত ৫
পাবনা : পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহতের ঘটনা ঘটেছে।
আজ দুপুর সোয়া একটায় দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া মালিথা ফিলিংস্টেশনের সামনে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ঘটনাস্থলেই মোঃ আব্দুস সালাম সেলু (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সেলু নাটোটের বড়াইগ্রাম থানার পূর্ণকলস এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে। জানাযায়, কুষ্টিয়া-উ ১১-০০৭৪, নম্বরের একটি মালবাহী একটি ট্রাক বেপোরোয়া গতিতে কুষ্টিয়া থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম সেলুকে মৃত ঘোষণা করে।
এসময় ড্রাইভার সহ অপর পাঁচজনের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন, সিএনজির চালক দাশগ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৫০)। পাবনার সদরের ভাড়ারার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের মোঃ আব্দুল মান্নানের স্ত্রী মোছাম্মদ মিনা খাতুন এবং কন্যা রুমি খাতুন (১৪)।
পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।