ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত।
আজ মঙ্গলবার ২৫ মে’সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আলহাজ্ব আব্দুর রহমান প্রামাণিক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
সে ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি মাতাল পাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে দাশুড়িয়া থেকে বাজার করে নিজ বাড়ীর দিকে যাওয়ার সময় রাস্তা পারাপারের একপর্যায়ে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় ।
সংবাদ পেয়ে পাকশী হাই ওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীকালে সন্ধ্যায় সে সেখানে মৃত্যুবরণ করে। ঘাতক ট্রাকটির কোন সন্ধান কেউ দিতে পারেনি।