মাদক ও জুয়া বিরোধী অভিযান গ্রেফতার ১০
মাদক বিরোধী অভিযানে বেড়া থানা কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা সহ আয়নাল নামে একজন মাদক ব্যবসায়ী আটক করেছে বেড়া থানা পুলিশ।
গতকাল হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির অভিযানে এস আই শহিদুল্লা সঙ্গীয় ফোর্স সহ , ৩ গ্রাম হেরোইনসহ রকি(৩৭) পিতা – হাবিল সাং ইসলামপুর থানা পাবনা থেকে তাকে গ্রেফতার করেছে। তার নামে আগেও দুটি মাদক মামলা আছে।
পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর দিকনির্দেশনায় জুয়া বন্ধকরনের লক্ষ্যে গতকাল রাত্রি ২১.৩৫ ঘটিকার সময় চাটমোহর থানা পুলিশ চাটমোহর থানাধীন হরিপুর ইউনিয়ন এর আগশোয়াইল স্লুইচ গেট নামক স্থানে টিনের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে জুয়া চক্রের ১। মোঃ শাহীন হোসেন (৩৮), পিতা-মৃত আঃ করিম, ২। মোঃ ইসলাম হোসেন (৩৩), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং-দোলং, ৩। মোঃ রঞ্জু মিয়া (৩০), পিতা-মৃত আবু তালেব, ৪। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-মোঃ সাইদুল ইসলাম, ৫। মোঃ লিটন হোসেন (৩৫), পিতা-মৃত আলী আকবর, ৬। মোঃ আশরাফ হোসেন(৩২), পিতা-মোঃ আঃ সামাদ, ৭। মোঃ হাসিনুর রহমান (২০), পিতা-মোঃ হাতেম প্রাং, ৮। মোঃ শাহিন ইসলাম (৩০), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, সর্ব সাং-আগশোয়াইল, থানা-চাটমোহর, জেলা-পাবনাদেরকে টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় নগদ ৭৩৬২/- টাকা ও জুয়া খেলার ০১ সেট তাস সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে জুয়া চক্রের বিরুদ্ধে প্রতিদিন অভিযান অব্যাহত আছে।