জুয়া ও মাদকবিরোধী অভিযানে আটক ৬
গতকাল রাত্রী ০১:০৫ ঘটিকায় সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ এএসআই মাসুদ, ও মোবাইল ওয়ান এর সমন্বয়ে শালগাড়িয়া গোরস্তানপাড়া রশিদ হাজীর নির্মাণাধীন দোতলা বিল্ডিং এর ছাদ হইতে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় ১৷মোঃ শফিকুল ইসলাম (৪০) পিতা-মৃত মাজহারুল ইসলাম সাং- গোরস্থান পাড়া, ২৷ মোঃ সাজ্জাদ হোসেন (৫০) পিতা মৃত মতিয়ার রহমান সাং- শালগাড়িয়া টিভি ক্লিনিকের পাশে, ৩৷ মোঃ হারুন-অর-রশিদ (৩৪) পিতা-মৃত এলাহী বক্স সাং- শালগাড়িয়া গোরস্তানপাড়া, ৪৷ মোঃ আবু সাঈদ (৩৮) পিতা মোঃ কালু শেখ সাং- শালগাড়িয়া নিকারপারা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গতকাল আসিনপুর থানার এসআই (নিঃ) ব্রজেশ্বর বর্মন সঙ্গীয় অফিসার ও ফোর্স কতৃক মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ আসামি মোঃ রাশেদুল ইসলাম খান (৩৬),পিতা মোঃ আবুল হোসেন খান,সাং- ইদ্রাকপুর,থানা- সাঁথিয়া, ২। মোঃ শাহআলম প্রায়(২৮),পিতা মোঃ আবু তাহের, সাং- টাংবাড়ি, থানা- আমিনপুর, উভয়কে নগরবাড়ি নলখোলা পুরাতন বাজার হইতে মোট – ৪০ পিচ ইয়াবা, ৩ টি মোবাইল সেট,ও একটি পুরাতন মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।উভয়ের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।