হাংরি পাবনার উদ্যোগে ১৮ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান
পাবনায় উদ্যোক্তাদের প্লাটফর্ম হাঙরি পাবনার উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ ও ১৮ তরুন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় রূপকথা ইকো পার্কে আলহাজ¦ মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ইউনির্ভাসাল গ্রæপের এজিএম হিমানী শাহরিয়ার কনক, রন্ধন শিল্পী রোকসানা রিমা, ডা. আহমেদ মোস্তফা নোমান, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, যমুনা টিভির পাবনা প্রতিনিধি ছিফাত রহমান সনম, দেওয়ান মাহবুব প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, চেষ্টা একাগ্রতা আর ভালো পণ্য নিশ্চিত করার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে দাড় করানো সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য আঠারো জন তরুন সম্ভাবনাময়ী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।