একটি বিদেশী পিস্তল,১ ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলি সহ আটক ১।
পুলিশ সুপার, পাবনা এর নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবংক মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ০৫/০৬/২০২১ তারিখ ভোর-০৪.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অভিযানে পাবনা সদর আরিফপুর হতে একজন অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ টুটুল (৩৪), পিতা-হাসেম আলী,সাং-আরিফপুর(পশ্চিমপাড়া),থানা-পাবনা থেকে তাকে গ্রেফতার করিয়া তাহার হেফাজত হইতে নিন্ম লিখিত আইটেম সমূহ উদ্ধার করা হয়ঃ-
১। একটি বিদেশী 7.65 পিস্তল।
২। একটি 7.65 পিস্তলের ম্যাগজিন।
৩। ০২ রাউন্ড তাজা গুলি।
উক্ত আসামী মোঃ টুটুলকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, পলাতক আসামী ২। মোঃ সুজন প্রাং তজল মৃধা (৩৮), পিতা-মৃত আজিজুল মৃধা,সাং-শ্রীপুর, থানা-আতাইকুলা,জেলা-পাবনার অস্ত্র ও গুলি ক্রয় করিয়াছে।
এই সংক্রান্তে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত আসামী মোঃ টুটুল এর বিরুদ্ধে ০২টি মামলা বিচারাধীন রয়েছে এবং পলাতক আসামী ২। মোঃ সুজন প্রঃ তজল মৃধা বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ সর্বমোট ০৭(সাত)টি মামলা রয়েছে।