কুখ্যাত চোর টুলু আট
জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইনসহ কুখ্যাত চোর টুলু আটকঃ
এএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট থানাধীন ভাদশা ইউপির অন্তর্গত দূর্গাদহ বাজারস্থ নিমতলীর মোড় অটোস্ট্যান্ডে পাকা রাস্তার উপর হইতে ০৮ গ্রাম হেরোইনসহ জিআর ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত চোর ১. টুলু মিয়া (৩০), পিতা- মোঃ ছমির উদ্দীন, সাং- খঞ্জনপুর (মিশনপাড়া), থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন।