১১৫পিচ ইয়াবা সহ আটক২
অনলাইন রিপোর্ট:পাবনা জেলার পুলিশ সুপার এর সুনিদিষ্ট দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মোঃ নাজমুল কাদের, এএসআই মোঃ কামরুজ্জামান (১) সহ ফোর্সের সহায়তায় ভাঙ্গুড়া থানার মাদক সম্রাট হোসেন আলীর (বর্তমানে জেল হাজতে আটক আছে) নিজ বাড়ী নৌবাড়ীয়া নতুন পাড়া হতে তার ছেলে ১. মোঃ আশিক (১৬), পিতা- মোঃ হোসেন আলী ও তার স্ত্রী ২. মোছাঃ আজিরন খাতুন (৩৮), স্বামী- মোঃ হোসেন আলী, উভয়ের সাং নৌবাড়িয়া (নতুন পাড়া), থানা- ভাঙ্গুড়া, জেলা-পাবনাদ্বয়কে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করা অবস্থায় গ্রেফতার করা হয়। উদ্ধার- ১১৫ (একশত পনের) পিচ ইয়াবা ট্যাবলেট। তাদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার মামলা নং-০৪, তাং-২৩/৫/২০২১ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।