গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক-১
অনলাইন রিপোর্ট:জয়পুরহাট জেলার সদর থানার চকবরক পুলিশ ফাঁড়ীর পুলিশ মাদক ববিরোধী অভিযানে ২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ ০১(এক) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদর থানার চকবরক পুলিশ ফাঁড়ীর এসআই(নিঃ)মোঃ শুকুর আলী এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ বালিয়াতৈর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এর সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে একটি যাত্রীবাহী অটোভ্যান তল্লাসী করে একজন মহিলা যাত্রীর নিটক হতে ০২(দুই) কেজি শুকনা গাঁজা উদ্ধার করে।
মাদক ব্যবসায়ী রুবী বেগম(২৫), পিতা-মোঃ তোফাজ্জল, গ্রাম-পশ্চিম কড়িয়া(সাতবাড়ীয়া), ইউনিয়ন-আয়মা রসুলপুর, থানা-পাঁচবিবি, জয়পুরহাট জেলার বাসিন্দা।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।