নাটোরে
পুলিশ অক্সিজেন ব্যাংক এর শুভ উদ্বোধন।
আজ ২২ জুন, ২০২১ খ্রিঃ মঙ্গলবার নাটোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে ‘নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় বলেন চলমান অতিমারিতে বাংলাদেশ পুলিশ অসামান্য অবদান রেখে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে। দেশের মানুষকে সেবা দিতে গিয়ে ইতোমধ্যে অনেক পুলিশ সদস্যই করোনা আক্রান্ত হয়ে তাদের জীবন উৎসর্গ করেছেন। নাটোর জেলায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করেই অক্সিজেন ব্যাংক এর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সদস্যের পাশাপাশি যদি কোন জনসাধারণও অক্সিজেন সংকটে পড়েন সেক্ষেত্রে নাটোর জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করলে অক্সিজেন সরবরাহের জন্য নির্ধারিত গাড়ির মাধ্যমে তৎক্ষণাৎ সেবা প্রত্যাশী ঐ ব্যক্তির নিকট অক্সিজেন পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।
নাটোরের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, পিবিআই, নাটোর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।