প্রতারক বাটপার তথাকথিত জেলসুপার গিয়াসউদ্দীন হতে সাবধান।
ইদানিং বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে বলা হচ্ছে জেলখানায় আপনার আসামী করনায় আক্রান্ত হয়ে আশংকাজনক অবস্থা। তাকে এক্ষুনি রাজশাহী নিতে হবে। এ্যাম্বুলেন্স ভাড়া ১১৫০০ টাকা আধাঘন্টার মধ্যে বিকাশ করেন। না পাঠালে রোগী মারা গেলে আমরা দায়ী থাকবো না।
এটি একটি প্রতারক চক্রের কাজ। প্রাথমিক তদন্তে চক্রটি ঢাকা কেন্দ্রিক বলে জানা গেছে।তাদের সনাক্ত ও গ্রেফতারে জেলা পুলিশ পাবনা কাজ করছে। এ বিষয়ে সকলের সচেতনতা কাম্য। আহবানে পুলিশ সুপার,পাবনা।