৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী
গ্রেফতার।
আজ ২৪ জুন ২০২১ তারিখ রাত্রী ০৮.৪৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মূলাডুলি বাজার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আয়নাল মন্ডল (৪৪), পিতা- মৃত ইয়াছিন মন্ডল, সাং- গোধড়া স্কুল পাড়া, ২। মোঃ রানা আহমেদ (২১), পিতা- মোঃ আক্কাস আলী, সাং- ধলা ঢাকাইয়াপাড়া, উভয় থানা- লালপুর, থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ০৬ কেজি ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হচ্ছে।