পলাতক আসামী ও ইয়াবা সহ গ্রেফতার ৩
অনলাইন রিপোর্ট: পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং-২৪/০৬/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা জেলার আতাইকুলা থানাধীন শ্রীকোল চড়াডাঙা এলাকায় আসামী ১। মোঃ জসিম উদ্দিন (২৩), পিতা-মোঃ মজিবর প্রাং, সাং-চড়াডাঙা, থানা-আতাইকুলা, ২। মোঃ টুটুল মোল্লা (৩২), পিতা-মৃত আঃ আজিজ মোল্লা, সাং-হুদারপাড়া, থানা-সুজানগর, ৩। মোঃ মাজাহারুল ইসলাম (২২), পিতা-মোঃ মিনু মিস্ত্রি, সাং-কামাড়দুলিয়া, থানা-সুজানগর, থেকে তাকে গ্রেফতার করিয়া তাহার হেফাজত হইতে এবং পলাতক আসামী ৪। মোঃ নাছির প্রাং (৩০), পিতা-মৃত চুনে প্রাং, সাং-চরপাড়া, ৫। মোঃ বিল্লাল প্রাং (৩৫), পিতা-মৃত চয়েন উদ্দিন প্রাং, সাং-কামাড়ডাঙা, উভয় থানা-আতাইকুলা, থেকে তাদেরকে গ্রেফতার করে এবং ফেলে যাওয়া সর্বমোট ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা জেলার আতাইকুলা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।