নিখোঁজ হওয়া আসলাম তালুকদারকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন।
বিশেষ প্রতিনিধি:
স্পর্শ নিউজ
মোঃ মুশফিকুর রহমান
সহকারী রুপপুর পরমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘‘সেঞ্চুরি ট্রেডিং” এর ব্যাংকিং কাজে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া অফিস সহকারি আসলাম তালুকদারকে উদ্ধারের দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সেঞ্চুরি ট্রেডিং এর পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাহফুজুর রহমান ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আসলাম তালুকদারকে উদ্ধারে সকল প্রকার প্রশাসন ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলনে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘‘সেঞ্চুরি ট্রেডিং” এর ব্যবস্থাপক মাহফুজুর রহমানসহ একই প্রতিষ্ঠানে কর্মরত ইমরান হোসেন, সৌরভ আলী,জুয়েল রানা ও এরশাদ হোসেন বক্তব্য বক্তব্য দেন। বক্তারা বলেন, সেঞ্চুরি ট্রেডিং এর অফিস সহকারী আসলাম তালুকদার গত ২৭ জুন দুপুরে এন আর বিসি ব্যাংক রুপপুর শাখা থেকে টাকা উত্তোলন করে রাস্তায় আসার পর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় ঐদিন রাতেই ঈশ্বরদী থানায় জিডি করা হয়েছে।