উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১জন স্টাফ করোনায় আক্রান্ত।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ( ০৮ জুলাই ) সকাল ৯টা পযর্ন্ত ইউনিটে ১২ জন রোগী ভর্তি আছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খাঁন জানান, করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদান করতে গিয়ে এই মূলত হাসপাতালের স্টাফরা এই রোগে আক্রান্ত হয়েছেন। নিয়ম অনুযায়ী আক্রান্তদের ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বিভিন্ন রোগে আক্রান্তে রোগীর পাশাপাশি বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন রোগী ভর্তি আছেন।
করোনায় আক্রান্ত স্টাফদের হোম কোয়ারান্টাইন পাঠানোর কারণে স্বাস্থ্যকর্মী ঘাড়তি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপর ও আমরা সাধ্যমত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন ডা:আসমা খাঁন। তবে করোনা বিস্তার রোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।