পাবনা গোয়েন্দা শাখার অভিযানে জুয়ারী চক্রের ৪ সদস্য আটক
গতকাল রাতে পাবনা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আমিনপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপিএল, আইপিএল, ফুটবল খেলা ও বিভিন্ন এ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া ও বাজী পরিচালনা চক্রের ৪ জন সদস্যকে গ্রেথার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
আসামি
১/ মোঃ নুরুজ্জামান শেখ (২৬) পিতা – মোঃ সামাদ শেখ, সাং- নতুনপাড়া,বসন্তপুর।
১/ মোঃ হাসান শেখ (৩৩) পিতা – মৃত- মোসলেম উদ্দিন শেখ, সাং- হরিনাথপুর।
৩/ মোঃ লিমন হোসেন শেখ (২৯) পিতা – মোঃ নজরুল ইসলাম শেখ, সাং- নতুন পাড়া।
৪/ মোঃ সানোয়ার হোসেন @ সাকিব (২৮) পিতা- মোঃ আবুল কালাম শেখ, সাং- নতুন পাড়া,বসন্তপুর।
সর্ব থানা- আমিনপুর, জেলা – পাবনা
উদ্ধার
৭ টি মোবাইল ফোন,
একটি হিসাবের খাতা,
নগদ- মোট = ২,১০,০০০( দুই লাখ দশ হাজার ) টাকা
মোবাইলের বিকাশে থাকা (৩৭,০৪৪+১৮,৪০৪)=৫৫,৪৪৮/ টাকা সহ সর্ব মোট =২,৬৫,৪৪৮/ টাকা জব্দ সহ আটক করি।
এ সংক্রান্তে আমিনপুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।