স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
আজ সকাল ৭ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বালাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কায্য নির্বাহী কমিটির সদস্য ইসতিয়াক আহম্মেদ লিন।থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দু।নানা আয়োজনে ঈশ্বরদীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দলীয় কার্যালয় এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি কবির আলী হিরু মাষ্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমেদ লিন, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর সাঈফ হাসান শিমুল, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএস মাসুদ রানা, ও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, সেচ্ছাসেবকলীগ নেতা সজিব মালিথা, জামাল হোসেনসহ দলের অন্যান্য নেতা কর্মী।
এসময় কেন্দ্রীয় নেতা ইশতিয়াক আহমেদ লিন বলেন, করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন। সেচ্ছাসেবী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন।