৯০০ পিস ইয়াবা ও১ লক্ষ দশ হাজার টাকাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিবুল ইসলামের দিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ওসি অপারেশন আব্দুল মজিদ নেতৃত্বে এসআই কাঞ্চন ও এএস আই মনসুর আলী ও সঙ্গীয় ফোর্সসহ চৌকস অভিযানে সিরাজগঞ্জের শেষ সীমান্ত শাহজাদপুরের চড়াচিথুলিয়া গ্রামে চঞ্চল ব্যাপারী (২১) পিতাঃ আলম বেপারী মাদকসেবী ও শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
সংবাদ সম্মেলনে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান আরো জানান, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী একজন দুর্ধর্ষ গুন্ডা প্রকৃতির সে নিজেই মাদক সেবন করে এবং ব্যবসা করে, প্রতিবেশীরা তার ভয়ে সবসময় আতঙ্কিত থাকে , সে অনেককে হত্যার হুমকি দিয়েছে বলে জানা যায়।
শাহাজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ হাসিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চঞ্চল বেপারী একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। তিনি আরো জানান, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স, একের পর এক অভিযান চলবেই এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পুলিশ বদ্ধপরিকর।
জানা যায়, সে অভিনব কায়দায় তার বইয়ের মধ্যে গোল করে কেটে সেখানে ৯০০ পিস ইয়াবা রাখে এবং সম্প্রতি ইয়াবা বিক্রি করা এক লক্ষ দশ হাজার টাকা ও দুইটি মোবাইল জব্দ করে পুলিশ প্রশাসন।
শীর্ষ ইয়াবা ব্যবসায়ী চঞ্চলের সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান।
শীর্ষ ইয়াবা ব্যবসায়ী চঞ্চল ব্যাপারে গ্রেপ্তার হয় এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং মাদকের সাথে সম্পৃক্ত সকলকে গ্রেফতারের জোর দাবি জানান।