জুয়ারিরোধী অভিযান
গ্রেফতার ৮
আজকে পুলিশ সুপারের মুজিবুল হকের নির্দেশে সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এসআই/ কান্তি কুমার, এটিএসআই/ হান্নান, এটিএসআই/ মিজান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৩:৪৫ ঘটিকার সময় পাবনা সদর থানাধীন প্রেস ক্লাবের গলিতে ইভিনিং স্টার্চ আবাসিক হোটেল এর চতুর্থ তলার ডান পার্শ্বের কর্নার রুমে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় আসামি ১| মোঃ মোজাক্কের আলী মামুন (৩০) পিতা-মৃত ময়েন উদ্দিন সাং- কালাচাঁদ পাড়া তালপুকুর ২৷ সুমির দাস (৪৪) পিতা-মৃত রবীন্দ্রনাথ দাস সাং- রাধানগর রথঘরের পার্শ্বে ৩৷ মোঃ সিদ্দিক সরদার (৫৫) পিতা-মৃত সেকেন সরদার সাং- সিংগা বাজার সুইট এর মিলের পিছনে ৪৷ মোঃ মনজু শেখ (৫৫) পিতা-মৃত আনছের শেখ সাং- দিলালপুর ফায়ার সার্ভিসের পিছনে ৫৷ মোঃ রজব আলী নিশাত (২৬) পিতা-মৃত রেজাউল হক রেজা সাং- শালগাড়িয়া তালবাগান ৬৷ মোঃ আমিরুল ইসলাম আমিন (৪০) পিতা-মোঃ মকছেদ আলী প্রাং সাং- শিবরাম পুর আল হেলাল মসজিদের পিছনে ৭৷ মোঃ চান্দু মোল্লা (৩২) পিতা-মৃত আবের মোল্লা সাং- গয়রা কাশিনাথপুর ব্রীজের পার্শ্বে ৮৷ শ্রী রবি দাস শুভ (২৮) পিতা-মৃত রাজ বলি দাস সাং- নয়নামতি মাঠপাড়া সর্ব থানা ও জেলা-পাবনা দের ০২ সেট তাস, নগদ ৪৬,২৩৮/ টাকা, এবং ০২ টি টালী খাতা যাহাতে তাস খেলার হিসাব লেখা রহিয়াছে সহ হাতেনাতে গ্রেফতার করা হয়
মামলা রুজু প্রক্রিয়াধীন।