দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে । আজ শুক্রবার ঈশ্বরদীর নতুন হাট গ্রীনসিটির সামনে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী পৌর মেয়র, ইছহাক অালী মালিথা, সাবেক এমপি মুনজুর রহমান বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কাকলী আক্তার,সাবেক ভিপি, জি এস আছাদুর রহমান বিরু, সাবেক ভিপি মুরাদ মালিথা ।
ঈশ্বরদীর নতুনহাট গ্রীন সিটি সংলগ্ন ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে স্বপ্নের ১৪০টি আউটলেট রয়েছে।
প্রতিষ্ঠানটির কর্নধার আব্দুল মজিদ প্রাং বলেন
বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফলসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি উত্তরবঙ্গের পাবনা সহ বেশ কয়েকটি জায়গায় এলাকায় কৃষকের কাছ থেকে সংগ্রহ করে।পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন এর চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে।