পোলাও, মাংস,সবজি-ডাল, কলা-কমলাসহ পুষ্টিকর খাবার এবং ফলমূল…!
‘অগ্রসর ঈশ্বরদী’র উদ্যোগে গরীব-নিরন্ন মানুষের জন্য রোববার ০৮ আগষ্টের আয়োজন ছিল পোলাও, মুরগীর মাংস সবজি-ডাল, কলা-কমলাসহ রান্না করা খাবার। রাত সাড়ে আটটায় ঈশ্বরদী রেল স্টেশন বুকিং কাউন্টার চত্বরে শিশুসহ ২০৫ জন গরীব-নিরন্ন মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার।
উন্নতমানের পুষ্টিকর এসব খাবারের আয়োজনে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা করেন ঈশ্বরদীর সন্তান আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য জালাল উদ্দিন তুহিন। এ আয়োজনে প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ‘অগ্রসর ঈশ্বরদী’র পরম বন্ধু করোনার সম্মুখসারির যোদ্ধা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। শুরুতে তারা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা রাশেদুল ইসলাম মিলন ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা উপস্থিত ছিলেন। এছাড়া অগ্রসর সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, অনলাইন প্রেসক্লাব সভাপতি, রিফাজ বিশ্বাস লালন, রেলওয়ে পোষ্য সোসাইটি পাকশী বিভাগীয় সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, ব্যবসায়ী শহিদুল ইসলাম মন্ডল, নায়েব আলী, মোক্তার, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, অগ্রসরের শুভাকাঙ্ক্ষী রোহানিসহ অনেকে….।