ঝুলন্ত লাশ উদ্ধার।
ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর ইরকোন গেট এলাকায় মেঘলা খাতুন নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
স্বামী আশিকের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
তবে প্রাথমিক অবস্থায় নববধূর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর ইরকোন গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে আঘাতের চিন্হ রয়েছে। মেঘলা একই উপজেলার পাকশী ইউনিয়নের সিভিল হল্ট এলাকার হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার পর স্বামী আশিক পলাতক রয়েছে।
পারিবারিক সূত্র জানান, মেখলা ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে এবং শরীরে একাধিক আঘাতের চিন্হ দেখা যায়। ঘটনার পর মেঘলার স্বামী আশিক পলাতক রয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।