গাঁজা সহ ৩ (তিন) মাসের সাঁজা প্রাপ্ত অাসামী গ্রেফতার
।
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে চুনখোলা পুলিশ ক্যাম্প, মোল্লাহাট থানা, বাগেরহাটের চৌকস পুলিশ অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে মোঃ সুমন মিয়া, পিতা-মোঃ আজমত আলী, সাং-তারিনীপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা এ/পি-মন্টু শেখ, সাং-হরিদাসপুর, থানা+জেলা-গোপালগঞ্জকে ইং-২৩/০৮/২০২১ তারিখ ১৭:৩০ ঘটিকার সময় অত্র থানাধীন সিংগাতী নতুন বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর সন্দেহ জনক ভাবে তার শরীর তল্লাশি কালে সেবনের উদ্দেশ্যে রাখা ০৪ (চার) গ্রাম গাঁজা হেফাজতে রাখা অবস্থায় গ্রেফতার করা হয়। আসামী একজন অভ্যাসগত মাদকসেবী । বিষয়টি বিবেচনা করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করেন।