মাদক সহ ৫ জন আসামী গ্রেফতার।
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে, রাজন শেখ (২৪), পিতা- রজব আলী শেখ গ্রাম- কাহালপুর (পূর্বপাড়া), থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাট ২. মোঃ বোরহান মল্লিক (২৫), পিতা- আজিজুল মল্লিক, গ্রাম-কাহালপুর (পূর্বপাড়া), থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট, ৩. রায়হান খন্দকার (২১), পিতা- সালাম খন্দকার, গ্রাম-কাহালপুর (পূর্বপাড়া) ,থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাটদের ইং-২৬/০৮/২১ তারিখ অত্র থানার ৭নং আটজুড়ি ইউনিয়নের কাহালপুর এলাকা হইতে ৫৩(তিপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী রাজন শেখ মোল্লাহাট মামলা নং-১১, তাং-২৫/০৭/২০২১ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/১৪(খ)/৪১ এর পলাতক আসামী।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে ৫নং গাওলা ইউনিয়নের চাঁদেরহাট এলাকা হইতে ইং-২৬/০৮/২০২১ তারিখ ১২:০০ ঘটিকার সময় (মাদকদ্রব্য) গাঁজা সেবনের অপরাধে প্রশান্ত মন্ডল (২৬) পিতা-কালীপদ মন্ডল, সাং-কেন্দুয়া, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয় এবং মোল্লাহাট থানাধীন দক্ষিন গাড়ফা এলাকা হইতে ১৩.০০ ঘটিকার সময় হাফিজুর শেখ (২৬) পিতা-মৃতঃ আক্কাস শেখ, সাং-দক্ষিন গাড়ফা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট কে (মাদকদ্রব্য) গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার করা হয়। আসামীরা অভ্যাসগত মাদকসেবী । বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করেন।
গত কাল মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নির্দেশনায় এসআই/প্রদীপ কুমার রায় এবং সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভূক্ত ০১(এক) আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।