মোটর সাইকেল কেড়ে নিল ৩ টি প্রান
ঈশ্বরদীতে মোটরসাইকেল নিয়ে পাল্লা দিতে গিয়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়নগর শিমুলতলা এলাকার আইকে রোডে খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী শহর থেকে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেলে পাল্লা দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। পথে বিপরীত দিক থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজে নিযুক্ত একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী সেখানেই নিহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রূপপুর গ্রামের স্বর্ণকলি বিদ্যাসদন সংলগ্ন এলাকার মো. লালনের ছেলে ইব্রাহিম হোসেন (১৯) এবং একই এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. জয় (২০)।
ঘটনাস্থলে থাকা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, নিহত দুইজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।