গতকাল সিআইডি, পাবনার একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দিলালপুর, নবাব সিরাজউদ্দৌলা রোডে আসামি রাজীব কুমার সরকার ওরফে কল্লোল(৪১),পিতা- মৃত প্রদীপ কুমার সরকার এর ভাড়া বাসায় এলাকার লোকজনদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে আসামির হেফাজত থেকে ৭১ টি জাল জন্ম সনদ,৩৬ টি বিভিন্ন জনপ্রতিনিধির সীল ও স্বাক্ষরযুক্ত নাম ঠিকানাবিহীন নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র,১০ টি পাসপোর্ট, পাঁচটি সীল, ২টি মোবাইল ফোন,১ টি ল্যাপটপ এবং নগদ ১৬০৭১৫/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। আসামি রাজীব কুমার দীর্ঘ প্রায় ১৭ বছর যাবত তার অন্যান্য সহযোগী আসামিদের সহায়তায় টাকার বিনিময়ে জাল দলিল তৈরী করে প্রতারণা করে আসছে। এ সংক্রান্তে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সিআইডি,পাবনা মামলাটির তদন্তভার গ্রহণ করেছে।