দাশুড়িয়া থেকে ব্যবসায়ী নিখোঁজ
বিশেষ প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাশুরিয়া বাজার হইতে হোসেন হওলাদার (৪১) নামে ওয়াকসপ ইঞ্জিনিয়ার (বেকু মিস্ত্রি)নিখোঁজ হয়েছেন। গত কাল বুধবার (২৯সেপ্টেম্বর) দাশুড়িয়া বাজার ভাড়া বাড়ি থেকে দুপুর অনুমান দুই ঘটিকার সময় তার কর্মস্থল (গ্যারেজ) যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু তার গ্যারেজ ঈশ্বরদী আই কে রোডর যাইনি।পড়ে অনেক খোঁজখুজি করে তাকে আর পাওয়া যায়নি।তার ব্যবহার কৃত মোবাইল ফোন অনেক বার ফোন করে মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং -১৭১২। উল্লেখ্য, তার স্ত্রী সুত্রে জানা যায় তার স্থায়ী ঠিকানা ঢাকা মালিবাগ চৌধুরী পাড়া,তবে দীর্ঘ দিন ব্যবসার কাজে ঈশ্বরদীর দাশুড়িয়াতে থাকতো। যদি কোনো কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। যোগাযোগ ঃ ০১৩০৪৪৯৩৪৫৮