দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য জি-পেথিডিন সহ গ্রেফতার।
পুলিশ সুপারে জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল অদ্য ২৪/১০/২০২১ ইং তারিখ পাবনা সদর থানাধীন চক পৈলানপুর গ্রামের আসামী মোঃ সেতু খন্দকার এর বাড়ির সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২১(একুশ) পিচ জি-পেথিডিন সহ গ্রেফতার করে এবং আসামী সেতু খন্দকার এর হেফাজতে থাকা মাদক বিক্রয়ের নগদ ৫৫০০/- টাকা জব্দ করে । মাদক ব্যবসায়ীরা হলেন
মোঃ সেতু খন্দকার (৩৫) পিতা-মৃত- ইছাহাক আলী সাং- চক পৈলানপুর
এইচ এম ফরহাদ@ মানিক (৪৫) পিতা-মোঃ মোকতার হোসেন সাং- চক পৈলানপর উভয় থানা- পাবনা সদর জেলা-পাবনা।
উক্ত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।