বিদেশি পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার।
বিশেষ প্রতিনিধি:
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনা একটি চৌকস দল অদ্য ২৮/১০/২০২১ ইং তারিখ পাবনা জেলার আতাইকুলা থানাধীন বাউইকোলা গ্রামে আসামি মোঃ সম্রাট(২১) পিতা, মোঃ আব্দুল মান্নান সাং- বাউইকোলা থানা- আতাইকুলা জেলা-পাবনাকে ধৃত করে তার হেফাজতে হতে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া ঘটনাস্থল হতে অস্ত্রধারী সন্ত্রাসীর অপর দুই সহযোগী আবুল এবং আসাদুল পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা হয়েছে।