পাকশী রেলওয়ে জেলা পুলিশের আয়োজনে পুলিশিং ডে অনুষ্ঠিত।
আজ সকাল ১১ টার সময় ঈশ্বরদী রেলওয়ে থানার
উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে ২০২১অনুষ্ঠিত হয়। মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগান কে সামনে রেখে আজ সকাল ১১ টার সময় ঈশ্বরদী রেলওয়ে স্টেশন চত্বরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ এর সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহাবদ্দিন। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার। আরো উপস্থিত ছিলেন পুলিশিং কমিটির সভাপতি ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি, জি এস আসাদুর রহমান বিরু। রেলওয়ে সহকারী বানিজ্যিক কর্মকর্তা নুরুল আলম সহ নিরাপত্তা বাহিনীর সি আই ফিরোজ সহ অন্যান্য ব্যক্তিরা।
পুলিশ সুপার বলেন আমরা যে কোন অপরাধ দমনে, আপনাদের পাশে আছি থাকবো।