জাহাঙ্গীর আলম হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার পিবিআই জামালপুর জনাব এম.এম.সালাহ উদ্দীন মহোদয়ের দিব নির্দেশনায় জামালপুর থানার মামলা নং – ৪২, তারিখ-১৭/০৫/২০১৯খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪পেনাল কোড এর উক্ত আসামী মোঃ সোহাগ (২০), পিতা-আজিবুর রহমান সখি, সাং- টেবিরচর, থানা ও জেলা- জামালপুর এর বিজ্ঞ আদালতে প্রদত্ত ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ মাসুদ (২২). পিতা-মৃত মোজাম্মেল মেম্বার, সাং-চরখারচর,থানা ও জেলা- শেরপুর লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলাইরহাট থেকে নাজিম উদ্দীন মাস্টার এর বাড়ি হইতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ তিন বৎসর যাবত উক্ত বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার পিবিআই জামালপুর মহোদয়ের সদয় নির্দেশনায় পুলিশ পরির্দশক (নিঃ) মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই মোঃ জহুরুল, এস আই মোঃ আলমগীর কবিরসহ ইং-০১/১১/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা
অনুমান ০৭.০০ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলাইরহাট থেকে নাজিম উদ্দীন মাস্টার এর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনকারী আসামী মোঃ মাসুদকে বলাইরহাট বাজার হইতে গ্রেফতার করা হয়।তাকে হাজতে প্রেরন করা হয়েছে।