ঈশ্বরদীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
অনলাইন রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকালে ব্রাদাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আজ সকাল ০৮ টার সময় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে পৌর বি এন পি,যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকালে ঈদগাহ সংলগ্ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান হাবীব।
আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব জিতু সহ বিএনপির নেতা আলমগীর হোসেন,বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আহবায়ক এস এম ফজলুর রহমান পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, আক্কাস আলী ও উপজেলা বিএনপির নেতা আরোজ আলী ও অনন্যা নেতৃবৃন্দ।
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। কয়েক দিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমন্ডিত দিন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক
স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক।