ঈশ্বরদীর দাশুড়িয়া ইউপি নির্বাচন ঘিরে চরম উত্তেজনা
বিশেষ প্রতিনিধি:
আগামী ২৮শে নভেম্বর ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে টানটান উত্তেজনা।
যেকোন সময় ভয়াবহ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এরই মধ্যে দেখা দিয়েছে। খয়েরবাড়িয়া, সুলতান পুর, বয়রা, বাড়াহুসিয়া ও খালিশপুর গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ড।
ভোট কেন্দ্র মাড়মী সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ওয়ার্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী।
তারা হলেন বর্তমান মেম্বার মোঃ মজিবর রহমান (ফুটবল মার্কা), সাবেক মেম্বার আলাউদ্দিন খান (ঘুড়ি মার্কা) ও নতুন প্রার্থী সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মনসুর আলী প্রাং (মোরগ মার্কা)।
সরজমিনে ভোটার ও প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, মেম্বার প্রার্থীর কর্মী ও সমর্থকরা একে অপরের বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে এবং তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ভোটের দিন সমর্থক ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দিবো না।
বাড়ি থেকে বের হলেই মারধর করবে এবং কেন্দ্র দখল করে ভোট কেটে নিয়ে মেম্বার হবো। ভোট কেন্দ্রের পূর্বদিকে ৪টি গ্রামের বিপরীত প্রার্থী ও সমর্থক ও ভোটারদের কেন্দ্রে ভোট দিতে যেতে দিবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, জীবনের হুমকি নিয়ে আমরা ভোট কেন্দ্রে গেলে আমাদের জীবন নাশের চেষ্টা করবে তাই আমরা ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে সংশয় ও ভীতু সন্ত্রস্ত আছি। সুষ্ঠু পরিবেশ না হলে আমরা ভোট দিতেই যাবো না। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
মেম্বার প্রার্থী আলাউদ্দিন খান বলেন, এলাকায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই, আমার প্রচার-প্রচারণায় বাধা প্রদানসহ আমার কর্মী ও সমর্থকদের নানা ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মজিবর রহমান বলেন, আমি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।