ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বিকেল ৪ ঘটিকার সময় ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, এ সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মামুন, জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এবং নির্বাচন অফিসের কর্মকর্তা আশরাফুল হক, সমাজসেবা অফিসার মাসুদ রানা, এবং শিক্ষা অফিসার সেলিম আকতার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা চেয়ারম্যান পদপ্রার্থীর বলেন নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ দিতে নির্বাচন কমিশনের প্রতি উদার আহ্বান। এবং ভোট ক্রেন্দ্রে এসে সবাই জেনে ভোট দিতে পারে সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দিবেন। এবং ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ বিষয়ে খেয়াল রাখবেন। এবং বিশৃঙ্খলা যাতে না ঘটে সেটাও দেখবেন প্রার্থীরা আরো বলেন আমরা জনগণের সেবায় নিয়োজিত। জনগণের কাজ করতে এসেছি আমরা নির্বাচন সুষ্ঠচাই।