গলায় ফাঁস দিয়ে ২ জনের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি:
আজ দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এ আত্মহত্যার কারণ উদঘাটন করতে গিয়ে জানা যায় দুটোই বিবাহবন্ধনের কারনে, বাবুপাড়া রেল কলোনির বাসিন্দা ফজলুল হকের ছেলে আফ্রিদি ২৫ তার নিজ ঘরে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা যায় আফ্রিদি ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবুপাড়া রনার ভাইয়ের মেয়ে, রিংকুর মেয়ের সাথে বিবাহ হয়।৬ বার ডিভোর্স হয়, আবার ৬ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক সূত্রে জানা এই সূত্র ধরেই আফ্রিদি আজ ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। আফ্রিদির বাবা ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন আনসার সদস্য। আফ্রিদি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এলাকা সূত্রে জানা যাই বিবাহের পর থেকেই সংসারে অশান্তি লেগে থাকত, ছয়বার ডিভোর্স দেয়ার পর আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এভাবে চলতে থাকে পাঁচটি বছর, ২ মাস আগে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা,সে সূত্র এই ঘটনা ঘটতে পারে জানান এলাকা বাসী। অন্যদিকে রহিমপুর কুলিপারা বাসিন্দা রেজাউল করিমের ছেলে মনির হোসেন ২০ আজ তার নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে, তার পারিবারিক সূত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায় মনির ঢাকা ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরী করতেন সেই সুবাদে লিলির সাথে তার পরিচয় লিলি একই পোশাক কারখানায় চাকরি করতেন, এক সপ্তাহ আগে রাজশাহীর মেয়ে লিলি খাতুন কে বিয়ে করে তার নিজ বাড়িতে ওঠেন, পারিবারিক বিবাহবন্ধনের ও কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে তার পারিবারিক এবং এলাকা সূত্রে জানা যায়।
গলায় ফাঁস দেয়ার পর পরিবার তাদের দু’জনকেই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি লাশটিকে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।