ফাঁয়ার সার্ভিসের সহযোগিতায় বেঁচে গেল কুকুরের বাচ্চাটি।
বিশেষ প্রতিনিধি:
আজ ৩০শে নভেম্বর ২০২১রোজ মঙ্গলবার ভোরে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে বিশ্বাস সীড হাউজের সামনে একটি ড্রেনে কুকুরের বাচ্চা পড়ে গেলে তার মা কান্নাকাটি করতে থাকেন। সেটা উপলব্ধি করতে অনেকেই পারিনি। কিন্তু ভরে হাঁটতে ওঠা কিছু মানুষ টের পায়, কেন কুকুরটি কানছে পাশের ড্রেনে লক্ষ করলে দেখা যাই কুকুরের বাচ্চা টি ড্রেনে পড়ে গেছে তাকে বাঁচানোর জন্য কুকুরটি রাস্তার উপর দাঁড়িয়ে চিৎকার করছে। ভোরে হাটতে ওঠা অনেক মানুষ,পথচারী,রিকসা আলা,পারমানবিকের শ্রমিক সহ অনেকেই চেষ্টা করছে কুকুরটিকে বাঁচানোর জন্য কিন্তু পারে নাই। পরে ফায়ার সার্ভিস সহযোগিতায় কুকুরটিকে ড্রেন থেকে উঠিয়ে তার মার কাছে দিলে কুকুরের মা পুকুরটিকে আদর করতে থাকেন। বাচ্চাকে পেয়ে যেন মা কুকুরটি তার শরীরে আবার প্রাণ ফিরে পেল।