গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল ০৫/১২/২০২১ ইং তারিখ পাবনা সদর থানাধীন ছাতিয়ানী মর্নিং সান স্কুলের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ীরা হলেন
মোঃ দিপু (২৬), পিতা- মোঃচন্টু ওরফে সন্টু, সাং- ছাতিয়ানী(পুর্বপাড়া)
মোঃ- দ্বিন ইসলাম জেমস(৩২), পিতা মোঃ হাসেম আলী, সাং-কাঁলাচাদপুর, তাদের হেফাজত হতে মাদক দ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদের আটক করা হয়।
উক্ত আসামী মোঃ দিপু (২৬) এর বিরুদ্বে ০২ টি মামলা এবং আসামী মোঃ দ্বিন ইসলাম জেমস(৩২) এর বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।