৩টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার – ১
বিশেষ প্রতিনিধি: ৩টি ওয়ান শুটারগানসহ মোঃ মহসেন আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যবের অভিযানিক দল। গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার মোঃ মহসেন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধিন কোয়াইমারি গ্রামের মৃত কোরহান বিশ্বাসের ছেলে। আজ সোমবার সকালে র্যাবের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন আঝোর গ্রামের নামোপাড়ায় ১জন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৩টি ১ নলা বিশিষ্ট ওয়ান শুটারগানসহ মোঃ মহসেন আলীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করে মহসেন আলী। এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব অফিস ।